কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

 

প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।  মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় পৌরসভার ২০টি মসজিদের খতিবদের উপস্থিতিতে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

 

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ন আহবায়ক রাসেল মতলিব তরফদার, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল হায়দার, কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম, আনোয়ার হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ওর্য়াডের কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31