জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার বলেন, এ বিষয়ে তাঁর কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। কোনো এমপি ব্যক্তিগত সফরে থাকতে পারেন জানিয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে এমপিদের কোনো দল ওমানে সরকারি সফরে নেই।
তবে মাসকাটের কূটনৈতিক একটি সূত্র জানায়, সনি আওয়ামী লীগের ওমান শাখার নেতা কর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয়। সেখান থেকে তাঁকেসহ কয়েকজন আটক হন। পরে দূতাবাসের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
খাদিজাতুল আনোয়ার সনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ২০১৯ সালে সংসদ সদস্য হন। তাঁর পিতা চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ার।