রাজনগরে ৩ ডাকাত সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

রাজনগরে  ৩ ডাকাত  সদস্য গ্রেফতার
Spread the love

২৫ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজারের রাজনগরে গত ২৪ আগস্ট রাত ০২.৩০ ঘটিকার সময় রাজনগর থানার ০২নং উত্তরভাগ ইউনিয়নের লালাপুর গ্রামের আমিরুন নেছা, স্বামী- মৃত সিরাজ মিয়া,এর বসত ঘরের বারান্দার কলাপসিবল গেইটের তালা কেটে,দরজার ছিটকারি ভেঙ্গে অজ্ঞাতনামা ৬/৭ ডাকাত দেশীয় অস্ত্র রামদা, ছুরি, তালা কাটার যন্ত্র ও লোহার শাবল, টর্চ লাইট, আগ্নেয়াস্ত্র নিয়ে আমিরুন নেছার বসত ঘরের শয়ন কক্ষে প্রবেশ করে। দরজার ছিটকারি ভাঙ্গার শব্দ শুনে আমিরুন নেচার ঘুম ভেঙ্গে যায়।

 

 

সাথে সাথে ডাকাতেরা শয়ন কক্ষের লাইট জালিয়ে দিয়ে কাপড়ের টুকরা দিয়ে আমিরুন নেছাসহ ঘরের অন্যান্য সদস্যদের হাত, পা, চোঁখ বেধে গোসল খানার ফ্লুরে এবং বাথরুমে আটক করে রেখে নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে বাদীর (আমিরুন নেছার) অভিযোগের প্রেক্ষিতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় একটি ডাকাতি মামলা রুজু করে, এসআই/ সুলেমান আহমদ এর উপর মামলা তদন্তভার অর্পণ করেন।

 

 

পরবর্তীতে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় এসআই/ সুলেমান আহমদ, এসআই/ মোঃ সওকত মাসুদ ভূইয়া সঙ্গীয়, এএসআই সান্টু চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজনগর থানার নয়াটিলা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত জাকির হোসেন (৪১), পিতা-চেরাগ আলী , স্থায়ী ঠিকানা নয়াটিলা থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার . রুবেল মিয়া(৩০), পিতা-জমির আলী , স্থায়ী ঠিকানা গ্রাম- লালাপুর (পানিসাইল), উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, মোঃ আমির হোসেন(৩৮), পিতা-মৃত হারুন মিয়া, মাতা-রেলী বেগম , স্থায়ী ঠিকানা গ্রাম- শাহাপুর, উপজেলা/থানা- রাজনগর, জেলা –মৌলভীবাজার এই তিন ডাকাত কে গ্রেফতার পূর্বক তাদের নিকট হইতে ডাকাতি কাজে ব্যবহৃত খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র-শস্ত্র জব্দ করেন এবং ডাকাত জাকির হোসেন এর রান্না ঘরে থাকা চাল রাখার ড্রামের ভিতর হতে এক জোড়া (দুইটি) স্বর্ণের কানের দুল,একটি রুপার চেইন ওজন ১ভরি আট আনা উদ্ধার করে।আটককৃত ডাকাতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন পলাতক ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930