কোম্পানিগঞ্জে বাসের ধাক্কায় নিহত-১

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

কোম্পানিগঞ্জে বাসের ধাক্কায় নিহত-১

স্টাফ রিপোর্টারঃঃ

সিলেট-কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখালে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নাম চান মিয়া (৬০) কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল এলাকার মোস্তফা আলীর পুত্র। ঘটনার পরপর প্রায় ১ঘন্টা সড়ক সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী । সড়ক অবরোধের কারণে সড়কে তীব্র যানঝটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, রবিবার (২৬ জানুযারী) দুপুরে সাদা পাথর নামের টুরিস্ট বাস ( সিলেট মেট্র জ ১১০০৩৩ ) কোম্পানীগঞ্জ যাওয়ার পথে তেলিখাল এলাকায়  রাস্তার পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন চান মিয়া এসময় তাকে টুরিস্ট বাস ধাক্কা দিলে  তিনি পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহত অবস্থায়  তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু  দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

 

 

 

 

 

এরবিএন-২৬ জা/ র/এফ

Spread the love