সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে ২৫ লিটার দেশী মদসহ এক ব্যক্তিকে আটেক করেছে পুলিশ। বুধবার রাতে দেওছড়া চা বাগান এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগরের চা বাগান ফাঁড়ি উপ-পরিদর্শক শাহ-আলমের নেতৃত্বে দেওছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনোরঞ্জন রবিদাস (৩৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ১০ লিটার মদ ও ১৫ লিটার মদ তৈরীর তরল উপকরণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী জানান, চা বাগানে এখন মাদক বন্ধে অভিযান চলছ্।ে এর মাঝে একটি চক্র গোপনে দেশী মদ তৈরী করে বিক্রি করছিল। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
ক্যাপ্টেন রেদোয়ান আহমদ।