সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে জুড়ী উপজেলা প্রেস ক্লাব। কিন্তু ঝুঁকিপূর্ন এ কাজে সাংবাদিকদের ব্যক্তিগত কোন নিরাপত্তা সামগ্রী ছিলনা। এমতাবস্থায় মাঠে সক্রিয় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই) প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।
তিনি বলেন, জুড়ীর সাংবাদিকগণ যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুুষের পাশে দাঁড়ান এবং প্রশাসনকে সহযোগিতা করে থাকেন, যা প্রশংসার দাবি রাখে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জুড়ী উপজেলা প্রেস ক্লাবের জনসচেতনতামূলক কার্যক্রমে মানুুষ সচেতন হচ্ছে। সবার সম্মিলিত ভূমিকায় আমরা এ দুর্ভোগ কাটিয়ে উঠতে পারব। তাছাড়া লকডাউনের কারণে নি¤œ আয়ের মানুষকে সরকারের পক্ষ থেকে খাবার দেয়া হবে।