সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রভাবে জীবনযাত্রা ব্যাহত। পাশাপাশি বেশি কষ্টে রয়েছেন দিন মজুররা। এই দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলার হাটবাজার ঘুরে এসব বিতরন করা হয়।
ভানুগাছ ও শমসেরনগর বাজার ঘুরে হতদরিদ্রদের মধ্যে জনপ্রতি ৫কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি আলুসহ ৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরীসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
থানার ওসি আরিফুর রহমান বলেন, বর্তমানে দেশে সবকিছু বন্ধ। এই বন্ধে দিনমজুর কষ্টে রয়েছেন। তাই ব্যক্তিগত পক্ষ হতে হতদরিদ্রদের পাশে দাড়িঁেয়ছি। এভাবে সমাজের বিত্তবানরা এই দু:সময়ে হতদরিদ্র লোকদের পাশে এগিয়ে আসতে পারেন।