সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকের ইসলাপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে ঝুলন যাত্রা অন্যতম বড় উৎসব।
প্রতিবছরই উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনীটিলা, রাসনগর ও রতনপুর গ্রামে বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের লোকজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকে। প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা পালন করে থাকে। শ্রাবণী মাসের পূর্ণিমা তিথিতে এ ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকেন সনাতনীরা। ধনীটিলা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে ৫ দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয় শুক্রবার রাত থেকে।
ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী উৎসব সোমবার শেষ হবে বলে জানিয়েছেন পুরোহিত (কীর্তন মাপু) ব্রজোগপাল শর্মা ও ঝুলনযাত্রা পরিচালনা কমিটির সভাপতি ইন্দ্র মোহন সিংহ প্রমুখ।