প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ধর্মপাশা রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর ওই দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের হয়ে এটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে পাঁচ শতাধিক ভক্ত ও আশেকান অংশ নেয়। জশনে জুলুস শেষে দুনিয়া, আখিরাত ও নবীজির জীবনী নিয়ে দরবার শরীফ প্রাঙ্গণে আলোচনা করেন ধর্মপাশা রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের পীরজাদা হামিদুর রহমান চৌধুরী রেজভী।
এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার সতশ্রী রেজভীয়া দরবার শরীফের পীর বদরুল আমিন রেজভী ছুন্নী আল কাদরী। পরে সেখানে মিলাদ-কিয়াম ও মোনাজাত শেষে ভক্তদের মধ্যে তবারক বিতরণ করা হয়।