শীতার্তদের পাশে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

শীতার্তদের পাশে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজধানীজুড়ে প্রচন্ড শৈত্যপ্রভাব। কাবু করা শীতে অসহায় নিন্মবিত্ত মানুষের জনজীবনে নেমে এসেছে ভূগান্তি। কনকনে শীতের মাঝে দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছিন্নমূল ও খেটে খাওয়া এ সকল মানুষের মুখে ফুটাতে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ।

 

যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে গঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র শীতার্থ মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ-আব্দুর রহিমের তত্বাবধানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স (ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ) অতিরিক্ত ডি.আই.জি মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

 

বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর এলাকায় বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন, ডি.এম.পির বিমানবন্দর থানার এস.আই সুবিনয় বৈদ্য ও এস.আই এনামুল হাসান।

 

কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট রন চন্দ্র দেব, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী তত্বাবধানে একই দিন সিলেটের বিভিন্ন এলাকায় একযুগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নূরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

যুক্তরাজ্য প্রবাসী আছমা খানম ও দেলোয়ার হোসেন ও এতিমুর রহমানের সার্বিক সহযোগীতায় দেশেরে বিভিন্ন প্রান্তে অসহায় ছিন্নমূল শীতার্থ মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণ করছে বাংলাদেশ দুনীতি প্রতিরোধ পরিষদ।

 

পৃথক বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরাধ নির্মলের পাশাপাশি আর্থমানবতার সেবায় নিবেদিত সংঠনটি যেকোন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনের এগিয়ে আসে সবার আগে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী অসহায়, দরিদ্র, শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণী কার্যক্রম বাস্তবায়ন প্রশংসনীয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শীত নিবারণে অসহায় শীর্তাতদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।

 

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ-আব্দুর রহিম বলেন, রেললাইন-সংলগ্ন বসবাসকারী গৃহহীন মানুষ, রিকশাচালক, দিনমজুর ও অন্যান্য দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শুধু রাজধানী নয়, বিভিন্ন জেলা ও উপজেলার প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728