সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে একের পর এক গুজব। বোনের সন্তান জন্ম নিয়েছে জন্ম নেওয়ার ৫ মিনিট পর বাচ্চাটি তার কান নাড়া দিয়ে বলে আল্লাহ মুসলমানদের উপর একি গজব নাজিল হলো, সবাই আজ রাত ১০ টার আগে চিনি ছাড়া চা খাও, ঘটনা সত্য এই ছুট্ট শিশুটির মুখ ফুটে কথা বলেছে সেটা দেখে আমরা অবাক। বাচ্চাটা ৫ মিটি পর আবার মারাও গেছে।
ঘটনার স্থান সিলেট দাশ পাড়া বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটায় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদীওর গ্রামের কদর মিয়ার পুত্র ফয়ছল আহমদ (২৫)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া স্ট্যাাটাস দেখে উৎসুক জনগন তার কাছে ফোন এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন।
পর দিন শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে আরেকটি স্ট্যাটাস প্রকাশ করে এবং সেখাসে সে উল্যেখ করে, গত রাতে উয়ার্সাপ, মেসেঞ্জার, ইমু, মোঠোফোনসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন আমার মনে হয় এমপি মন্ত্রীদের সাথে সাধারণ মানুষ এমন যোগাযোগ করে নাই।
এ ব্যাপারে ওসমানীনগনর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক বলেন, ফেসবুকে গুজবের ব্যপারে আমরা ব্যবস্থা গ্রহন করছি।