সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
বিলাল উদ্দিন /কুয়েত::
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার ১৪ই মার্চ) স্থায়ী সময় বিকাল ৪ টা কুয়েতের সালমিয়াস্হ মিক্স ইয়াকির অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিক এর পরিচালনায় এতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে ভিভিও কনফারেন্সে বক্তব্য রাখেন, জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টি কুয়েত শাখার সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন খোকন,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সিকান্দার আলী, বিশিষ্ট সংগঠক শাহ নেওয়াজ নজরুল, গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েতের সভাপতি বেলাল উদ্দিন।
আয়োজিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার নেতৃবৃন্দ পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ।