সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ৭, ২০২৫
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় আম গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাহুল মিয়া (১৪)একই গ্রামের আমিরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে রাস্তার পাশে সকালে আমগাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠে, হঠাৎ করে উপর থাকে পা পিচলে নিচে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে পরিবারের লোকজন ধর্মপাশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার মৃত্য ঘোষণা করে।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি।