সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
প্রতিনিধি/জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী-সন্তান রেখে এক লন্ডনির দ্বিতীয় বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুজাক্কির আলী (৭০) নামের একজন বৃদ্ধ তার স্ত্রী-সন্তানকে লন্ডনে রেখে বেশ কয়েকমাস আগে দেশে আসেন। এর মধ্যে গত ৩০ মে হঠাৎ করে উপজেলার চানপুর চক গ্রামে লন্ডনি মুজাক্কির আলী দ্বিতীয় বিয়ে করা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় প্রবাসীর বড় স্ত্রীর ভাই আলী আহমদ বাদী হয়ে প্রবাসী মুজাক্কির আলীসহ ৮ জনকে বিবাদী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে প্রবাসী মুজাক্কির আলী দাবি করে জানান, তার আগের স্ত্রীকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন।
অভিযোগকারী আলী আহমদ জানান, আমার বোনের সাথে কোন ছাড়াছাড়ি হয়নি। তারা লন্ডনে থাকার সুযোগে তিনি অবৈধভাবে দ্বিতীয় বিয়ে করে সংসারে অশান্তি সৃষ্টি করেছেন। যা কোন অবস্থায় কাম্য নয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, এ বিষেয় প্রাপ্ত অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।