সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
 
                                                                          লন্ডন বাংলা ডেস্ক ::
ইতালির পেরুজা জেলার স্পলেতো এলাকায় একটি শিশুপার্ক থেকে বস্তাবন্দি এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। নিহত যুবকের নাম মোহাম্মদ সাগর বালা (২১), স্থানীয়দের কাছে তিনি ‘অভি’ নামে পরিচিত।
অভি বাংলাদেশের মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা এলাকার বাসিন্দা। গত দুই বছর ধরে স্পোলেটোতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি।
ইতালির পুলিশ জানিয়েছে, অভিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহটি টুকরো টুকরো করা হয়। পুলিশ প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে তল্লাশি চালাচ্ছে। অভি কয়েকদিন ধরে আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ছিলেন। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। অপরাধের ধরণ এবং দেহকে খণ্ড-বিখণ্ড করার কারণে এলাকায় ব্যাপক আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে।
নিহত অভির পরিবার জানিয়েছে, অভি কয়েকদিন ধরে নিঁখোজ ছিলেন। অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাইপো প্রবাসী মিঠুন তালুকদার এ খবর বাড়িতে দিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অভির বাবা কুমুদ বালা বলেন,‘আমার ছেলেকে যারাই মেরেছে তাদের শাস্তি চাই ও আমার একমাত্র ছেলের মরদেহ বাংলাদেশের ফিরিয়ে আনার জন্য ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই।’
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 