ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে সোমবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির একাধিক দল।

 

 

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া শাখা।

 

গ্রেপ্তাররা হলেন, ফেনীর দাগনভূঁইয়ার ছাত্রলীগ নেতা একরাম হোসেন, আদনান পিপুল, সজিব রহিম পলক ও সাকের আলম এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, যাত্রাবাড়ীর আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন, ওয়ারীর মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন রহমানসহ তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য আসিবুল হক অর্ণব।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং থেকে একরাম হোসেন, আদনান পিপুল, আসিবুল হক অর্ণব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। গাবতলী থেকে জহুরুল ইসলামকে ডিবি রমনা এবং যাত্রাবাড়ী থেকে মোকাররম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। এ ছাড়া ইয়াসমিন রহমানকে টিকাটুলি থেকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।

 

 

 

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত হওয়ার কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল। সোমবার তাদের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930