সুনামগঞ্জ সীমান্তে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করল বিজিবি

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করল বিজিবি

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সুনামগঞ্জ সীমান্ত থেকে উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এই নিষ্ক্রিয়করণ কার্যক্রম সম্পন্ন হয়। সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে সীমান্ত থেকে দূরবর্তী স্থানে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানায় বিজিবি।

 

 

বিজিবির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বালুর স্তুপের নিচ থেকে ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য, ০২টি ডেটোনেটর এবং ০১টি বিদেশি রিভলভার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত রিভলভারটি পরে থানায় হস্তান্তর করা হয়, আর ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য সোমবার নিষ্ক্রিয় করা হয়।

 

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন,“দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।”

 

 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930