সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পুরান ঢাকার চকবাজারে একটি পরিবারের ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একান্নবর্তী ওই পরিবারের দুজন আগে আক্রান্ত হয়েছিলেন। আজ মঙ্গলবার আইইডিসিআরের নমুনা পরীক্ষার পর আরও ১৫ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, ‘হাজী বাল্লু রোডে এক পরিবারের দুজন করোনাভাইরাসে আক্রান্ত ছিল। আজ (মঙ্গলবার) আইইডিসিআর থেকে জানানো হয় যে, ওই পরিবারের আরও ১৫ জনের পরীক্ষায় পজিটিভ এসেছে।
করোনায় ওই পরিবারের কেউ মারা যাননি বলে জানান ওসি মওদুত হাওলাদার। তিনি জানান, ওই ভবন ও আশপাশের ভবন লকডাউন করা হয়েছে।
ওসি মওদুত হাওলাদার জানান, ঘনবসতিপূর্ণ চকবাজার থানা এলাকায় এখন পর্যন্ত ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন পাঁচজন।
প্রসঙ্গত, দেশে যে ৩ হাজার ৩৮২ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে এক হাজারের বেশি ঢাকা শহরের। এর মধ্যে দেড় শতাধিক রয়েছে পুরান ঢাকার। আর মৃত শতাধিক ব্যক্তির মধ্যে অন্তত ২০ জন পুরান ঢাকার। ভাইরাসের বিস্তার ঠেকাতে ‘লকডাউন’ করা হয়েছে পুরান ঢাকার পাঁচ শতাধিক ভবন।