সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারে এম সাইফুর রহমান সড়কের দোতলা একটি ভবনে ভয়াবহ আগুনে ৫ জন নিহত হয়েছেন। ওই ভবনের নিচ তলায় অবস্থিত পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকান থেকে সৃষ্ট আগুনে পাঁচজনের প্রাণহানী হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে পিংকি সু স্টোরে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এরপর ভবনের পেছনে বসবাসকারী দোকান মালিক মনা রায়ের বাসায় আগুন ছড়িয়ে পড়ে। মনা রায় জীবিত থাকলেও তার পরিবারের পাঁচজন আগুনে পুড়ে মারা গেছে।
নিহতদের মধ্যে মনা রায়ের স্ত্রী দিপ্তী রায়, মনা রায়ের ভাই সুভাষ রায়, সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় ও সুভাষ রায়ের শ্যালক ও তার স্ত্রী রয়েছেন। গুরুতর আহত মনা রায় চিকিৎসাধীন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এদিকে এ ঘটনায় পুরো শহর জুরে শোকের ছায়া নেমে এসছে। বরছে স্বজনদের আহাজারী।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |