ওসমানীনগরে গৃহবন্দিদের আল ইনসান ফাউন্ডেশনের নগদ অর্থ ও খাদ্য সহায়তা অব্যাহত

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মে ২, ২০২০

ওসমানীনগরে গৃহবন্দিদের আল ইনসান ফাউন্ডেশনের নগদ অর্থ ও খাদ্য সহায়তা অব্যাহত

প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের ওসমানীনগর উপজেলার গৃহবন্দি অসহায় পরিবারের মধ্যে প্রতিদিন ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে আল ইনসান ফাউন্ডেশন ইউকে। আগামী ৩০ রমজান পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এ পর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার প্রায় দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণসহ গৃহবন্দি নিন্ম ও মধ্যবিত্ত একাধিক পরিাবারকে নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

এরই ধারাবাহিকতায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসুস্থ সাংবাদিক এম এফ আলী ফয়েজকে আর্থিক সহায়তাসহ স্মাইল চ্যারিটি নামীয় ইফতার সামগ্রী বিতরণকারী সংগঠনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণালী ক্রিকেট ক্লাব ও সমাজ কল্যান সংস্থার অন্যতম উপদেষ্টা ও ওসমানীনগর ভিলেজ ডেভেলপমেন্ট যুব সমিতির সভাপতি সামসুল ইসলাম শামীম।

 

জানা গেছে, পবিত্র রমজান মাস শুরুর সাপ্তাহ পূর্ব থেকে  ওসমানীনগর উপজেলার যে কোন স্থান থেকেই পরিচয় গোপন রেখে অসহায় কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়াসহ প্রতিদিন প্রায় অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করছেন যুক্তরাজ্যস্থ আল ইনসান ফাউন্ডেশন।

 

কার্যক্রমটি সারা রমজান মাস ব্যাপী চলমান থাকবে। মোবারকপুর ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন ও মোবারক পুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা ও আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ফজল উদ্দিনসহ তার ভাই ভাতিজা এবং প্রবাসীদের সহযোগিতায় ঘরবন্দি অসহায় দরিদ্র মানুষদের মাসব্যাপী নগদ অর্থসহ খাদ্য সামগ্রী দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930