সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ৫, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ধলাই নদী থেকে এক চা শ্রমিক সন্তানের লাশ উদ্ধার করা হয়। সোমবার বিকাল ৩টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদী থেকে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
জানা যায়, নিহত যুবক মৃর্ত্তিঙ্গা চা বাগানের মেকাম টিলা লাইনের চা শ্রমিক বুধরাম রাজগৌড়ের ছেলে এক সন্তানের জনক দুলন রাজগৌড় (২৮) মৃর্ত্তিঙ্গা চা বাগান সংলগ্ন ধর্মপুর এলাকায় ধলাই নদীতে ভেসে আসা একটি লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধিসহ কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী জানান, দুলন রাজভর বাজারের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ৪দিন পর তার লাশ ধলাই নদীতে পাওয়া যায়। রাজ ভরের স্ত্রী ও ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলে কারন জানা যাবে।