সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ৯, ২০২০
বুলবুল আহমদ/নবীগঞ্জ প্রতিনিধিঃঃ
বাজারে যাওয়ার পথে মার্বেল খেলার কথা বলে ডেকে নিয়ে নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে ১২ বছরের এক মাদ্রাসার ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় পিঠিয়ে আহত করেছে একদল দূর্বৃত্তরা। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শাহ আজাদ আলী।
এলাকাবাসী ও মামলার সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহ আজাদ আলীর পুত্র জুমন আলী। সে গত ২ মে দুপুর ১২টার দিকে তার বাবা- মার সাথে কামারগাঁও সাইন বোর্ড বাজারে আসে। এ সময় একই গ্রামের আব্দুল মন্নানের ছোট ছেলে তোয়েল মার্বেল খেলার জন্য তাদের বাড়িতে নিয়ে আসে। জুমন তাদের ঘরে প্রবেশ করা মাত্রই পূর্ব বিরোধের জের ধরে মধ্যযুগীয় কায়দায় শাহ জুমন আলীকে বেধরক মারপিট শুরু করে একদল লাঠিয়াল বাহিনী।
জুমনের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে সে প্রাণ রক্ষা পায়। এবং তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। পুত্রকে ডেকে নিয়ে মারপিট করায় পিতা শাহ আজাদ আলী বাদি হয়ে একই গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আব্দুল মন্নান (৪৫), তার পুত্র তোয়েল মিয়া (২২), আব্দুল হান্নান (৩০), আব্দুল মালেক (২৬)কে আসামী করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ
তে আসামীরা নিজেদের বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করে মামলা তুলে নিতে শাহ আজাদ আলীকে নানা রকম হুমকি ধামকি দিচ্ছে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন মামলার বাদি শাহ আজাদ আলী। অপরদিকে এ ঘটনায় এলাকার দু’পক্ষের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থাণীয়রা আশংখা করছেন আবারো যেকোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পরে। এতে সচেতন মহলের লোকজন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।