বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মে ২০, ২০২০

 বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের নগদ অর্থ বিতরণ

 

 প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

করোন ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলার ১০৩টি পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।

 

বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, কঠিন এই সময়ে এটি ভাল একটি উদ্যোগ। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে কর্মহীন-অসহায় ও দরিদ্র মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবেন।

 

বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিংস্টার একাডেমির পরিচালক কাজী আবদুল ওয়াদুদ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সংগঠক রুশন আলী, শাহ ফয়ছল আহমদ, রুহুল আমীন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, আবুল কাশেম, ফটো সংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930