সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ২১, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
কোভিড-১৯ মহামারী আতঙ্কে দিন যাপন করছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সারাক্ষণ তার মধ্যে করোনা ভীতি কাজ করছে। শ্রাবন্তী যে বাসায় থাকেন তার একটি ব্লকে করোনা রোগীর সন্ধান মিলেছে। তাই পুরো ভবনেই ছড়িয়েছে ভয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে নায়িকা শ্রাবন্তী জানিয়েছেন, ‘খুবই আতঙ্কে আছি। খুব চিন্তা হচ্ছে। করোনার প্রকোপের পর থেকে সাবধানতা নিয়েছিলাম। এবার দেখছি আরও সতর্ক হতে হবে।
তিনি যোগ করেন, আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই প্রার্থনা করি। আমার সবাই সুস্থ থাকি সেই প্রার্থনাও মনে মনে। এর আগে রাজ-শুভশ্রী দম্পতির বাসভবনে করোনা রোগীর সন্ধান মিলে। মা হতে যাওয়া এই অভিনেত্রী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।