সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা শনাক্ত হয়।
জানা গেছে, গত ১১ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। রবিবার তার রিপোর্ট আসে পজেটিভ।
এদিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে রবিবার মোট ৫১ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ৪৩ জন, গোলাপগঞ্জের ১ জন, বিশ্বনাথের ৪, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।