সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জ/ ওসমানীনগরঃ
সিলেটের বালাগঞ্জ- ওসমানীনগরে পৃথক অভিযান চালিয়ে দুই অবৈধ ইট ভাটা বোল ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে এবং জেলা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুরের শাহ্ সিকন্দর ব্রিকস এবং পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার পীরের বাজারে মেসার্স কাজী ব্রিকস দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ অধিদপ্তর বারবার হুসিয়ারি দিলেও তারা কর্ণপাত করেনি।
বুধবার বিকালেে বোল ডোজার সাথে নিয়ে প্রথমে কাজী ব্রিকসে ও পরে ওসমানীনগরের শাহ্ সিকন্দর ব্রিকসে অভিযান চালিয়ে ইটভাটা দুটো গুড়িয়ে দেয়া হয়।অভিযান কালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ ও জুনিয়র ক্যামিস্ট মোঃ ছানোয়ার হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ বলেন, গুঁড়িয়ে দেয়া ইটভাটা দুটি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অনেকবার হুসিয়ার করার পরও তারা সাবধান হয়নি। এধরণের অভিযান সিলেটের সর্বত্র অব্যাহত থাকবে