সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। কখনও তিনি গ্র্যামির মঞ্চে দ্যুতি ছড়াচ্ছেন, কখনও বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দিচ্ছেন। তার মাঝে চলছে অভিনয়ও। হলিউডের ছবিতে তো বহু আগেই তার এন্ট্রি হয়েছে।
বলিউড সূত্রে খবর, এবার হলিউডের জনপ্রিয় ম্যাট্রিক্স সিরিজের চার নম্বর ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। কিয়ানু রিভসের ‘ম্যাট্রিক্স’ নামী ফ্র্যাঞ্চাইজি। এর সঙ্গে যুক্ত হতে পারা মানে হলিউডে কেরিয়ারের দৌড়ে একধাপ এগিয়ে যাওয়া।
‘ম্যাট্রিক্স ফোর’-এ প্রিয়াঙ্কার চরিত্র সম্পর্কে এখনই বিশদ জানা যাচ্ছে না। তবে তাকে অ্যাকশন অবতারে দেখা যাবে, সেটা নিশ্চিত। নায়িকার হাতে এখন বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। বলিউডে তাকে শেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে।