সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য-এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জ ওসমানীনগর নাট্য সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা তাজপুর বাজার অস্থায়ী কার্যালয়ে,তাজপুর নাটক ঘরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাট্য অভিনেতা নাজমুল ইসলাম এর সভাপতিত্বে তাজপুর নাটক ঘরের প্রতিষ্ঠাতা আখলাকুর রহমান নাহিদ এর পরিচালনায়, অতিথি ছিলেন সমাজসেবী জাহিদুর রহমান আরশ, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদ, নাট্য অভিনেতা মোঃ ফরুক মিয়া, নাট্য অভিনেতা রুমেল আহমদ, হুমায়ুন রশিদ উমান, জয়নাল আবেদীন, কামরান আহমদ, শাকিল মিয়া, সোহাগ আহমদ,রাসেল তালুকদার, সোহান আহমদ এমাদ, আমিনুজ্জান,সেলিম আহমদসহ- বালাগঞ্জ- ওসমানীনগর উপজেলার নাট্যমনা বিভিন্ন মিডিয়ার অভিনেতা বৃন্দ প্রমুখ।
এসময় সর্বসম্মতিক্রমে বালাগঞ্জ ওসমানীনগর নাট্য সংগঠন কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হারুন রশিদ, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান নাহিদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরুক মিয়া, সহ-সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, সদস্য সচিব হুমায়ুন রশিদ উমান, শাকিল মিয়া, কামরান আহমদ, সোহান আহমদ এমাদ, আমিনুজ্জামান, জয়নাল আবেদীন, সেলিম আহমদ,রাসেল তালুকদার, সোহাগ আহমদ,হাফিজুর রহমান।
এসময় বক্তারা বলেন, সিলেটের আঞ্চলিক নাটকের অভিনয়ের মাধ্যমে এলাকার নানা অসংগতি তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ নিমূলে কাজ করে যাবে বালাগঞ্জ ওসমানীনগর নাট্য সংগঠনের সদস্যরা। সিলেটের নানা ইতিহাস ঐতিহ্য তুলে ধারার পাশাপাশি যুবসাজকে এগিয়ে নিতে নাট্য চর্চার বিকল্প নেই। বিনোদনের মাধ্যমে সাধারণ ভক্তদের মন জয় করে বালাগঞ্জ ওসমানীনগর নাট্য সংগঠনের সদস্যরা দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।