সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার উপজেলার রাণীগঞ্জ বাজারে মাহি লার্নিং হোম এর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষক সুমন চন্দ্র সাহা’র সভাপতিত্বে ও শিক্ষক এমকে আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক আবদুন নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ফখরুল ইসলাম ও শিক্ষিকা হেপি বেগম।
বক্তব্য রাখেন, শিক্ষক আবু বক্কর, মাহি লার্নিং হোমের প্রতিষ্ঠাতা আবদুল বারেক, জুনেদ আহমদ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র ইমন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র কাওছার আহমদ ও মাধব দাস। এ সময় শিক্ষক নিরাপদ বিশ^াস, রুবিনা বেগম ও কলি বেগম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।