সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জ::
সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২য় দিনের বাংলা ২য় পত্র ও হাদিস বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৩ টি কেন্দ্র ও ২ টি ভেন্যুতে এস.এস.সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এস.এস.সি’তে ২ টি কেন্দ্র ২ টি ভেন্যুতে মোট ১৪৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩ জন এবং দাখিলে মোট ২১৫ জন পরিক্ষার্থীর মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বালাগঞ্জ ডিএন সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী কেন্দ্রে ১জন, ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব গন নিশ্চিত করেছেন। ুবালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ১ম দিনের ন্যায় ২য় দিনের পরীক্ষাও অত্যন্ত শান্তিপূর্ন ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।