সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
প্রতিনিধি/ বালাগঞ্জঃঃ
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর বাজার শাহ মকসুদ শাহ মনির হাফিজিয়া দাখিল মাদরাসায় আলহাজ্ব শেখ আব্দুল আজিজ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারী) মাদরাসার হলরুমে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান, মাদরাসার সুপার আব্দুল ওয়াদুদ চৌধুরী, তাজপুর পুবালী ব্যাংক শাখার ম্যানেজার ইমরুল কায়েছ, মাদারাসা শিক্ষক মাওলানা খলিলুর রহমান, ফয়ছল আহমদ, আলমগীর হোসেন , সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। অনুষ্টানে উপস্থিত ছিলেন সাইফুর রহমান জফুর , রাইছ আলী প্রমূখ।
ট্রাষ্টের সভাপতি ও সাপ্তাহিক বাংলাপোস্ট ইউকে পত্রিকার চেয়ারম্যান মফিুজর রহমান ফারুকের সার্বিক সহযোগিতায় আয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্টানে উপস্থিতঅতিথি বৃন্দ বলেন, শেখ আব্দুল আজিজ ট্রাষ্টের পক্ষ থেকে মাদরাসাশিক্ষার্থীদের মধ্যে যে বৃত্তি বিতরণ করা হয়েছে এতে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে, এবং শিক্ষাক্ষেত্রে বাড়বে তাদের উৎসাহ।এডুকেশন ট্রাষ্ট শুধু বৃত্তি বিতরণ নয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্টানের জন্যকাজ করবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্টান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথি বৃন্দ।