নকল প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান,মুক্তিযোদ্ধা দলের এড.আনোয়ারের

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নকল প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান,মুক্তিযোদ্ধা দলের এড.আনোয়ারের

        বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জসহ সকল এসএসসি পরিক্ষার্থীদের অভিনন্দন

 

 

চলতি এসএসসি/দাখিল ও সমমান পরিক্ষায় সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলাসহ সকল পরিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক শিক্ষানুরাগি সিনিয়র এ্যাডভোকেট আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেরিত  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নকলমুক্ত পরিবেশ বজায় রেখে নিষ্ঠার সাথে পরিক্ষার কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের জন্য  সংশ্লিষ্টদের আহবান জানিয়ে তিনি বলেন,পরীক্ষা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া  বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সব দলের প্রতি অনুরোধ জানান।পাশাপাশি শিক্ষাঙ্গনে অরাজকতা ও অস্থিরতার বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তুলার বিষয়ে ঐক্যমত পোষন করেন।

 

বিজ্ঞপ্তিতে পরিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়া না করে পরীক্ষায় পাস হওয়ার দিন শেষ হয়ে গেছে । প্রকৃত জ্ঞানী হতে হলে সর্বক্ষেত্রে নকলকে বর্জন করে ভাল করে পড়া-লেখা করেই সার্টিফিকেট অর্জন করতে হবে।  কারণ নকলের মাধ্যমে সার্টিফিকেট অর্জন ব্যক্তি জীবনে কোনো সুফল বয়ে আনতে পারে না। বরং তা  সর্বক্ষেত্রে মেধাশূন্যতা সৃষ্টি করে।  তাই ছাত্র জীবনে সকল ক্ষেত্রে নকল প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031