সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
জেলা প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে হাজী এম. এ মালিক আছকিরুননেছা সুন্নীয়া দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ পাবই মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মো. মাহমুদুর রহমান কবির এর সভাপতিত্বে এবং ছাত্রসেনা মৌলভীবাজার শাখার সম্পাদক জুবায়ের আহমদ জুবেলের পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মুনিম। প্রধান অতিথি ছিলেন, সিরাজনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল করিম সিরাজ নগরী।
বিষেশ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব জমির উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার শেখ বুরহান উদ্দিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, দেশ দিগন্ত অনলাইন পোট্রাল সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু, গাজী জাবের আহমদ, শিক্ষক শাহিন আহমদ, ইউপি সদস্য মো. রাজা মিয়া, আব্দুস সহিদ প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা এমরান আলী, ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রাসেল মোস্তফা, দক্ষিণ পাবই চৌমুনী জামে মসজিদ সভাপতি আব্দুস সহিদ। উপস্থিত ছিলেন, খালেদুজ্জামান পারবেজ, হাজী মকবুল আলী, ফয়জুর রহমান ফজির, মকবুল আলী, হবিব উল্যা।