সিলেট ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনা মহামারীর কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আজ রোববার জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তা খোলা থাকবে।চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বন্ধের সময়ে বিভিন্ন স্থাপনা মেরামতসহ খাঁচায় রঙ তুলির আঁচড় দেয়া হয়েছে।
সাজানো হয়েছে চারদিক।এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ থেকে ২০২১ সালের মার্চ মাস পযর্ন্ত প্রতি মাসের প্রথম রোববার বিনামূল্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় চিড়িয়াখানা। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
সূত্র মতে, দর্শনার্থীদের চমক দিতে চিড়িয়াখানা বন্ধের এ সময়টুকুতে কর্মরত শ্রমিকরা দিন-রাত কাজ করেছেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানাসহ ১০টি শত মানা নিশ্চিত করতে কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। প্রবেশধারী সবাইকে পড়তে হবে মাস্ক, হাত পরিষ্কার রাখাসহ দর্শনার্থীদের অনুসরণ করতে হবে একমুখী পথ।
বন্ধ থাকবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রবেশ। প্রাণীদের বিরক্তরোধে চলবে সতর্কতামূলক প্রচারণাও। কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানায় প্রবেশ গেটগুলোতে জীবাণুনাশক টানেল ও ফুটবাথ স্থাপন করা হয়েছে।
প্রবেশ গেটে থার্মাল স্ক্যানারের সাহায্যে দর্শনার্থীর তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবানের ব্যবস্থা থাকবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |