সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে কোম্পানীগঞ্জে ৩ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে উপজেলার দুটি কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে কোম্পানীগঞ্জের থানা সদর সরকারি মডেল স্কুলের একজন, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের একজন ও টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একজন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, পরীক্ষায় অসদুপায় উপায় অবলম্বনের অভিযোগে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্র থেকে দুই জন ও টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভেন্যু থেকে আরেকজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।