সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও জুড়ি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ীত উপজেলা হিসেবে ঘোষণা করে উদ্বোধন করবেন। আগামীকাল বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত হবেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে।
মৌলভীবাজার জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে দুই উপজেলা শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন উপলক্ষ্যে দুই উপজেলাসহ জেলার বিভিন্ন ব্যক্তির্বগ অনুষ্টানে উপস্থিত থাকবেন। এর আগে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি অধিভূক্ত জেলার এই দুইটি শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করা হয়।
কমলগঞ্জ উপজেলার ২৩১টি গ্রামে ১৪৬২ কিলোমিটার লাইন নির্মিত হয়েছে। ব্যয় ২১৯ কোটি টাক, দুইটি উপকেন্দ্র নির্মিত হয়। গ্রাহকের সংখ্যা ৬৮০১৫টি এবং জুড়ি উপজেলার ১৬৯টি গ্রামে ৫৪৯ কিলোমিটার লাইন নির্মিত হয়। ব্যয় হয়েছে ৮ কোটি টাকা । গ্রাহকের সংখ্যা ১৭৫২৬টি সংযোগ প্রদান করার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার পরিকল্পনার অংশ হিসাবে জেলার এ দুইটি উপজেলাকে সরকার শতভাগ বিদ্যুতায়ন মুক্ত ঘোষনা হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |