সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
মোশাহিদ সভাপতি/ বাবুল সম্পাদক
জেলা প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন শাখা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ মোশাহিদ আলীকে সভাপতি ও মো. আব্দুল মালিক বাবুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাআত শমশেরনগর ইউনিয়ন শাখার আহবায়ক হাফেজ মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল মালিক বাবুলের পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. দুরুদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পীর আলী নুরুল্লা শাহ্ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার কাজী মোহাম্মদ কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত হাসানী, কমলগঞ্জ শাখার সহ-সভাপতি হাজী আফরোজ আলী, মাও: নুরুল ইসলাম, হাজী আলাউদ্দিন, বড়চেগ সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: শেখ তাজুল ইসলাম, ময়নুল ইসলাম খান, মো. ইজ্জাদুর রহমান, মো. আব্দুল কায়ুম, মো. মাহমুদুল হক সুমন, কাজী মাও: জুবায়ের আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক আনোয়ার আলী, মাহমুদুর রহমান, শিক্ষক মিজানুর রহমান স্বপনসহ উপজেলার নেতৃবৃন্দ। সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ২০২০-২০২৩ সেশনের জন্য হাফেজ মোশাহিদ আলীকে সভাপতি ও মো. আব্দুল মালিক বাবুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি-হাফেজ নাসির উদ্দিন, হাজী উজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক-মো: দুরুদ আলী, সহ-সম্পাদক মো: সালেদুল ইসলাম, অর্থ সম্পাদক আশিক মিয়া। এছাড়া ৯ জন উপদেষ্ঠা ও ৭০ জন সাধারণ সদস্য নির্বাচিত করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |