চা-শ্রমিক নেতার পিতার মৃত্যুতে শোক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

চা-শ্রমিক নেতার পিতার মৃত্যুতে শোক
Spread the love

৭৯ Views

প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক রাজদেও কৈরীর পিতা চন্দ্র দেও কৈরী (৮৮) দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভোগে গত ৯ ফেব্রুয়ারি (রোববার) বিকাল ৪.৫০ টার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে চা-শ্রমিকনেতা রাজদেও কৈরীসহ দুই মেয়ে রেখে গেছেন।

 

সোমবার দুপুরে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা ও শ্যামল অলমিক।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031