সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ
ওসমানীনগরে জনপ্রিয় ইংরেজী ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ সেন্টার লার্নিং পয়েন্টের পূর্ন মিলনী অনুষ্ঠান আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টায় উপজেলার গোয়ালা বাজারস্থ হাজী মার্কেটে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে ২০১৫ ও ২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ পূর্ন মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন লানিং পয়েন্টের প্রতিষ্ঠাতা মো. মঈন উদ্দীন। দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে রয়েছে কেক কাটা, স্টুডেন্ট গিফট, স্বৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টি মুখ, এবং র্যাফেল ড্র।
উক্ত পূর্ন মিলনী অনুষ্ঠানে ২০১৫ ও ২০১৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন লার্নিং পয়েন্ট গোয়ালা বাজার শাখার পরিচালক মাওলানা আব্দুস শহিদ।