সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পৌরসভাধীন মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীদের মধ্যে আনুষ্টানিক ভাবে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে। বুধবার ১২ ফেব্রুয়ারি দুুপুর ২টায় মানব সম্পদ উন্নয়ন এলজিএসপি- ৩ প্রকল্পের আওতায় এসব সামগ্রী প্রদান করা হয়।
মকবুল আলী উচ্চ বিদ্যালয় হল রুমে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও সালমান আলীর সঞ্চালনায় টিফিন বক্স ও পানির বোতল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মো: ইমতিয়াজ আহমদ বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউন্সিলর আনোয়ার হোসেন, দাতা পরিবারের সদস্য গোলাম রব্বানী তৈমুর, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্টানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিবৃন্দদের বরণ করে নেন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে ২৫০জন শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও পানির বোতল প্রদান করা হয়।