সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগর
সিলেটের ওসমানীনগরে অবৈধ নোটবই বিক্রির দায়ে তিনটি লাইব্রেরীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ও তাজপুরে এ অভিযান পরিচালনা করে ৬২৪টি নিষিদ্ধ নোটবই জব্দ করা হয়েছে।
অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাহমিনা আক্তার। এসময় অভিযানে উপস্তিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী। অভিযানে তাজপুরের পুথিঘর ৫শ’ টাকা ও তাজ লাইব্রেরীকে ২ হাজার টাকা, গোয়ালাবাজারের বইঘর ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিন লাইব্রেরীতে থেকে ৬২৪টি নিষিদ্ধ নোটবই জব্দ করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর আওতায় তিন লাইব্রেরীকে জরিমানা করা হয়েছে ও ৬২৪টি নিষিদ্ধ নোটবই জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।