সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেলা প্রতিনিধি/হবিগঞ্জঃঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে বাহাদুর মিয়া (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছে।
বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, রাজাপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে বাহাদুর মিয়া মৃত্যু খবর পেয়ে সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় বাহাদুরের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম জানান, নিহতের পরিবারের দাবি বুধবার রাতে হঠাত করে বাহাদুর অসুস্থ হয়। রাতেই থাকে মনতলা নুসরা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
তবে লাশের গায়ে আঘাতের চিহৃ রয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ বা মামলা করেনি।