প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার ‘বাটা শো’ রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের পশ্চিবাজার এলাকার ‘বাটা শো’ রুমের দ্বিতীয় তলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্র্শী সূত্রে জানা যায়, হঠাৎই বাটা শো-রুমের পাশ্ববর্তী ব্যবসায়ীরা আগুনের ধোঁয়া দেখতে পান। পরে ব্যবসায়ীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জুবেল আহমদ শাকিল বলেন, “সিগারেট থেকে আগুন লেগেছে। যখন আমরা গডাউনের গেইটে ডুকতে চেয়েছি, তখন দেখি গেইট লাগানো। বাটার কর্তৃপক্ষকে বারবার চাবি দেয়ার জন্য বলা হলেও কেউ সাড়া দেয় নি। তারপর যখন আমরা তালা ভাঙার চেষ্টা করি তখন কেউ একজন চাবি দেয়। যেহেতু গেইটে তালা দেয়া ছিল, তাই বাহিরের কেউ গোডাউনে থাকার কথা নয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মী রবিউল ইসলাম বলেন, ধারণা করা যাচ্ছে সিগারেট খেয়ে কেউ একজন ফেলে যাওয়ায় এ অাগুনের সুত্রপাত হতে পারে।