বিশ্বনাথে -আ’লীগ নেতৃবৃন্দের সাথে নুনু মিয়ার মতবিনিময়

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

বিশ্বনাথে -আ’লীগ নেতৃবৃন্দের সাথে নুনু মিয়ার মতবিনিময়
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রুপান্তরিত করার জন্য পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। সভায় বক্তারা ব্যক্তি বা গোষ্টীর স্বার্থত্যাগ করে জনসাধারণের কল্যাণের জন্য উপজেলার ৭২টি ওয়ার্ডে সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়ার আহবান করেন।
রোববার দুপুর ১২টায় উপজেলা বিআরডিবি মিলনায়তন প্রাঙ্গনে ওই উন্মোক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া নিজের উন্নয়ন পরিকল্পনা উপস্থিত নেতৃবৃন্দের সামনে উপস্থাপন করে সকলের মতামত ও পরামর্শ গ্রহন করেন। এরপর সকলের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য সঠিক প্রকল্প তালিকা চান তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগমের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারদের পক্ষে বিশ্বনাথ সদরের রফিক হাসান, জহুর আলী, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, লামাকাজীর ফয়ছল আহমদ, চমক আলী, খাজাঞ্চীর আমির আলী, হাবিবুর রহমান, অলংকারীর ওদুদ মিয়া, শায়েকুর রহমান, রামপাশার আবুল খয়ের এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষে আওয়ামী লীগ নেতা মধু মিয়া, ইয়াসিন আলী, আজাদ মিয়া, মস্তাব আলী, নিশি পাল, মোশাহিদ আলী, বাবুল মিয়া।
এসময় সভায় উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, ফজর আলী মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হালিম শিকদার, সাধারণ সম্পাদক মহব্বত আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি আওলাদ আলী, যুবলীগ নেতা সায়েদ আহমদ, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, অর্থ সম্পাদক সেলিম আহমদ প্রমুখসহ উপজেলার জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031