সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
কর্মজীবী মানুষের সুবিধায় ওসমানীনগরের জনপ্রিয় ইংরেজী ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ সেন্টার লার্নিং পয়েন্ট এবার সান্ধ্যকালীন ব্যাচ শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে এ ব্যাচের কার্যক্রম শুরু হবে। উপজেলার গোয়ালাবাজারস্থ হাজী মার্কেটে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে সান্ধ্যাকালীন ব্যাচ ইজি স্পোকেন ইংলিশ এর ক্লাস নিবেন, লানিং পয়েন্টের পরিচালক মাওলানা মোঃ আব্দুল শহিদ।
অন্যদিকে, কর্মজীবীি মানুষের কথা চিন্তা করে এবং বিদেশগামীদের সুবিধার জন্য ১ মার্চ থেকে লানিং পয়েন্টে আইইএলটিএস এর সান্ধ্যকালীন ব্যাচ শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।