প্রতিনিধি/ বিশ্বনাথঃঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, দোয়া মাহফিল, র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ‘হাজী রফিজ আলী হলরুমে” অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফরমান আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকি’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রাণী দে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম শ্বাসরামস্থ মোহাম্মদীয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কছির আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, অভিভাবক শুকুর আলী, মোস্তফা মিয়া, শিক্ষানুরাগী মাজহারুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী বেগম, জয়া ভট্ট্রাচার্য্য, তামান্না জাহান, সুবর্ণা দাস, স্বেচ্ছাসেবী শিক্ষিকা কলি বেগম। এসময় অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।