সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রোববার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী ক্ষুদে শিশু ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আলাদা আমেজ বিরাজ করতে দেখা যায়। শিশু প্রার্থী ও শিশু ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে স্কুল সহ আশপাশ এলাকা।
উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ নির্বাচন হয়। নির্বাচনকে ঘিরে প্রতিটি স্কুল যেন উৎসবে পরিণত হয়। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান।