সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
প্রতিনিধি/সুনামগঞ্জঃ
ছাতকে লক্ষীবাউর মৎস্য সমবায় সমিতির নির্বাচনী সাধারন সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামাল হোসেনের সভাপতিত্বে ও সমিতির সদস্য জাহাঙ্গির আলমের পরিচালনায় অনুষ্ঠিত সাধারন সভায় বক্তব্য রাখেন,
সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রজত কান্তি দাস, সমিতির সদস্য আশকর আলী, জয়ফুল হক প্রমুখ। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমর উদ্দিনকে সভাপতি ও জাহাঙ্গির আলমকে সাধারন সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট লক্ষীবাউর মৎস্য সমবায় সমিতির নতুন কমিটি গঠন করা হয়। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, নির্বাহী সদস্য পদে আশক আলী ও রবিয়া মিয়া নির্বাচিত হয়েছেন। এসময় সমিতির সদস্য বশির আলী, আমির আলী, গোলাম আলী, ইসলাম আলী, তোতা মিয়া, জিয়া উদ্দিন, তাজির আলী, আজাদ আলী, জানিফর আলী, মফছুর আলী, তাহির আলী,
সিরাজুল ইসলাম, মঈন উদ্দিনসহ সমিতির সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম জানান, উপজেলা সমবায় অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষীবাউর মৎস্য সমবায় সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।##