সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ইলেকট্রনিক মেশিনে থেরাপি দিতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন মাবিয়া বেগম (৬০)নামের এক নারী। প্যারালাইজড রোগে ভুগছিলেন। নিহতের তার স্বামীর নাম করম আলী। তিনি ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন।শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাঁশবাড়ি এলাকার ব্লক ডি-এর ১৩/জি নম্বর বাড়িতে এ ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দিচ্ছিলেন ওই নারী। এসময় শর্টসার্কিট থেকে হঠাৎ বিছানায় আগুন ধরে যায়। আগুন দেখে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এরপর সেখান থেকে মৃত অবস্থায় মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আগুনে ঘরের বেশকিছু মালামাল পুড়ে গেছে বলে জানা যায়