সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
কলি বেগম,জগন্নাথপুরঃঃ
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন দেশের কল্যাণে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন দেশের কল্যাণে সরকারের পাশাপাশি অন্য যে কোন ব্যক্তি বা সংগঠন কাজ করলে আমরা তাঁদেরকেও সহযোগিতা করবো।
২৯ ফেব্রুয়ারি শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আল জান্নাত মাদ্রাসা প্রাঙ্গনে বৃটিশ বাংলা ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
ট্রাস্টের সভাপতি এম নুরের সভাপতিত্বে ও হাসনাত আহমদ চুনু ও মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি নুরুল ইসলাম লালা, মুহিব চৌধুরী, হুমায়ূন কবির, এমএ কাদির, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মেয়র প্রার্থী আবুল হোসেন সেলিম প্রমূখ।
এ সময় সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আছকির খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সালেহ আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, শিক্ষক বিশ^জিত দাশ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।